শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় হয়ে গেল ‘ঢাকা রক ফেস্ট’

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় হয়ে গেল ‘ঢাকা রক ফেস্ট’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা-আইসিসিবির এক্সপো জোনে হয়ে গেল এ বছরের শেষ বড় কনসার্ট ‘ঢাকা রক ফেস্ট-২০১৯’। কনসার্টের লাইনআপে ছিল নেমেসিস, আর্বোভাইরাস, এভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অব বেঙ্গল, ট্রেইনরেক, ওন্?ড, কনক্লুশন, সিন এবং ব্যান্ডদল অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস।

গতকাল দুপুরের পর থেকেই বাংলা ব্যান্ড মিউজিক-ফ্যানের সমাগমে মুখরিত হয়ে ওঠে আইসিসিবির এক্সপো জোন। তরুণদের উচ্ছ্বাস পুরো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। কনসার্টের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। অনেক দিন পর কনসার্টে পারফর্ম করতে এসে তিনি উপহার দেন ‘তোমার জন্য’, ‘সোনাদিয়া’, ‘আধখানা দুঃখ’, ‘সে যে বসে’সহ একের পর এক জনপ্রিয় গান। দর্শক-শ্রোতা মাতান পান্থ কানাইও। এর পরপরই মঞ্চ মাতাতে আসেন জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একে একে মঞ্চে উঠতে থাকে অন্য ব্যান্ডদলগুলো। বাংলা ব্যান্ড মিউজিক-ফ্যানদের জন্য এ ফেস্টিভ্যালের আয়োজনে ছিল গান বাংলা টিভি, বাংলালিংক ও স্কাই ট্র্যাকার। টিকিট পার্টনার সহজ ডট কম ও পিআর পার্টনার হিসেবে ছিল মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। ঢাকা রক ফেস্টের সহযোগী আয়োজক বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে বাংলালিংক। ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় ধারা এই রক কনসার্টে যুক্ত থাকার পাশাপাশি বাংলালিংক সামনে রক মিউজিককে আরও জনপ্রিয় করার জন্য কাজ করে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর