শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিয়ে করে বিদেশি নাগরিক বাংলাদেশে ভোটার

সতর্কতা ইসির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি নাগরিককে বিয়ে করে বিদেশিদের ভোটার হওয়ার প্রবণতা ঠেকাতে মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুমোদন ও ভোটার তালিকা আইন অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

সম্প্রতি ফেনী সদর উপজেলায় এক চীনা নাগরিকের (আয়েশা জোয়াং জিং আক্তার) বাংলাদেশে ভোটার হওয়ার বিষয়টি ধরা পড়ার পর এমন নির্দেশনা দিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এ বিষয়ে মামলাও করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, বিয়ে করে বিদেশি নাগরিকের বাংলাদেশে ভোটার হতে হলে তাকে এদেশে অন্তত চার বছর থাকতে হবে এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। তবেই ভোটার হওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দেখেই ভোটার করার জন্য বলা হয়েছে কর্মকর্তাদের। বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকের ভোটার তালিকাভুক্ত হওয়ার বিষয়ে বৃহস্পতিবার মাঠপর্যায়ে ইসির নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর