রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে শুক্রবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রনি মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। র‌্যাব বলেছে, রনি মিয়া মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মাদকের ১৮টি মামলা ছিল।  গতকাল র‌্যাব-১ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের টহল দল জানতে পারে- সাঁতারকুলে মাদক ব্যবসায়ীরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছেন। শুক্রবার রাত পৌনে একটার দিকে টহল দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি  চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ভাটারার নুরের চালায় থাকতেন। তার বিরুদ্ধে ভাটারায় ১৬টি ও অন্য দুই থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি শটগান, দুটি ওয়ান শুটার গান, ৯টি গুলি ও ১ হাজার ৯৭০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। অভিযানে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর