সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

২২ হাজার কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার

অ্যাপসের মাধ্যমে কেনাকাটা

নিজামুল হক বিপুল

এবার দেশের ১৬টি জেলার ২১ হাজার ৮৭০ জন কৃষকের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরাসরি ধান কিনবে সরকার। লটারির মাধ্যমে গতকাল এই তালিকা চূড়ান্ত করেছে খাদ্য অধিদফতর। স্থানীয় পর্যায়ে ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গত এক সপ্তাহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। মূলত কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় সে লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়েছে সরকার। খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সরকার চলতি আমন মৌসুমে সারা দেশে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ছয় লাখ মেট্রিক টন। এর মধ্যে সরাসরি কৃষকের কাছ থেকে ২৮ হাজার ৯২০ মেট্রিক টন ধান কেনা হবে। সে জন্য সরকার অ্যাপসভিত্তিক ক্রয় প্রক্রিয়া চালু করেছে। এবারই প্রথম পরীক্ষামূলকভাবে অ্যাপসের মাধ্যমে ১৬টি জেলার সদর উপজেলার কৃষকের কাছ থেকে ধান কিনবে। খাদ্য অধিদফতরের পরিচালক (ক্রয়) মো. আবদুল্লাহ আল মামুন জানান, অ্যাপস পদ্ধতি সফল হলে আগামীতে এই প্রক্রিয়ায় কৃষকের কাছ থেকে সরকার ধান-চাল কিনবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন। কমবে দালাল-ফড়িয়ার দৌরাত্ম্য। জানা গেছে, পাইলট প্রকল্পে দেশের ১৬টি জেলার সদর উপজেলাকে নির্বাচন করেছে খাদ্য অধিদফতর। এগুলো হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া সদর, বগুড়া সদর, নওগাঁ সদর, যশোর সদর, ঝিনাইদহ সদর, বরিশাল সদর, ভোলা সদর, মৌলভীবাজার সদর, হবিগঞ্জ সদর, গাজীপুর সদর, ঢাকা সদর, দিনাজপুর সদর, রংপুর সদর, ময়মনসিংহ সদর ও জামালপুর সদর। জানা গেছে, গত ৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সরকারের কাছে সরাসরি ধান বিক্রির জন্য  আবেদন করেন ৮৮ হাজার ৯১৫ জন কৃষক। তাদের মধ্য থেকে গত এক সপ্তাহে ২১ হাজার ৮৭০ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।  খাদ্য অধিদফতর সূত্র জানায়, লটারিতে নাম চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কৃষকদের কাছে বার্তা পৌঁছে গেছে। আগামী সপ্তাহ থেকেই তারা সরকারের কাছে ২৬ টাকা কেজি দরে ধান সরবরাহ করবেন। তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ধান সরবরাহ করতে পারবেন। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, অ্যাপসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু করেছি। এটি একেবারেই পাইলট প্রকল্প। এটি সফল হলে আমরা ভবিষ্যতে এই প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর