সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আলোচনার কেন্দ্রে স্থানীয় ও বহিরাগত প্রার্থী

চট্টগ্রাম-৮ উপনির্বাচন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজীদ আংশিক) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে ভোটারদের মাঝে। আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ নিজ ঘরে পরবাসী হিসেবে ভোট করছেন। তিনি বোয়ালখালীর কদুরখীল গ্রামের হলেও ভোটার হিসেবে দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার স্থায়ী বাসিন্দা (যার এনআইডি নম্বর ৫৯৬৬৬৮৯১৩৪)। ঠিকানা : বাসা/ হোল্ডিং নম্বর রওশন ইমন টাওয়ার চাঁনমারী রোড, হিলভিউ আবাসিক এলাকা, লালখান বাজার, খুলশী, চট্টগ্রাম। অন্যদিকে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও এলাকার ভোটার। গ্রামের বাড়ি চকরিয়ায়। আবু সুফিয়ান দীর্ঘ বছর ধরেই চান্দগাঁও এলাকায় স্থায়ীভাবেই বসবাস করছেন (এনআইডি নম্বর ১৯৬৪১৫৯১৯০৪৭৪১০১৪)। বাসা/হোল্ডিং-এক্স ৬২/এ, রোড নম্বর ৮ ব্লক-এ, চান্দগাঁ আবাসিক এলাকা, চট্টগ্রাম। বিএনপির মনোনীত  প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজনৈতিক ফায়দা নিতে নেতারা বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বিভিন্ন স্থানে। এসব বিষয় সাধারণ ভোটাররা পাত্তা দেন না। কারা বহিরাগত আর কারা বহিরাগত নন, সেটা সবাই জানেন। আমার প্রতিপক্ষ প্রার্থী নিজেই (মোছলেম উদ্দিন আহমেদ) ভোট দিতে পারবেন না। কারণ তিনি লালখান বাজার এলাকার ভোটার। তবে কে কোন এলাকার ভোটার সেটা মুখ্য নন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই যোগ্য প্রার্থীকেই ভোটাররা ভোট দেবেন সেটাই প্রত্যাশা করছি। বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে বহিরাগত হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন নেতা।চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি এ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

 উপনির্বাচনের প্রার্থীরা সেই আলোচিত কালুরঘাট সেতুসহ বিভিন্ন উন্নয়নের চিত্র বা কথা তুলে ধরছেন বিভিন্ন গণসংযোগে। এ সময় নিজেদের (প্রার্থী) যোগ্যতা, সততা এবং ত্যাগের বিষয়টিও তুলে ধরছেন ভোটারদের মধ্যে। সবকিছু বিবেচনা করেই যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানান ভোটাররা।

বিএনপির কেন্দ্রীয় নেতারা মাঠে : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জয়লাভে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। দলীয় প্রার্থী আবু সুফিয়ানকে জয়ী করতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিন বোয়ালখালী ও নগরীর তিন থানার ৫ ওয়ার্ডে গণসংযোগকালে বিএনপি নেতা আবু সুফিয়ানের সঙ্গে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক যুগ্মসম্পাদক এরশাদ উল্লাহসহ অনেক নেতা। গণসংযোগ ছাড়াও বিএনপি নেতারা তাদের প্রার্থীর পক্ষে বিভিন্ন সভা-সমাবেশে গিয়ে জনমত তৈরিতে কাজ করে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলব, এ নির্বাচনটা যদি অন্তত তারা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে জনগণের কিছুটা আস্থা নির্বাচন ব্যবস্থার ওপর ফিরে আসতে পারে। যদিও এ সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর