সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রিহ্যাব আবাসন মেলায় বিক্রি ৪৫৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

এবার রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯-এ মোট ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৭৬ কোটি টাকা, প্লট ৫৩ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ১২৭ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকগুলোর কাছ থেকে গৃহঋণ প্রতিশ্রুতি এসেছে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। ৫ দিনব্যাপী শীতকালীন এ মেলায় ২৯ হাজার ১০৩ জন ক্রেতা-দর্শনার্থী প্রবেশ করেছেন বলে গতকাল তথ্য দিয়েছে রিহ্যাব। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব আয়োজিত এ আবাসন মেলা চলে ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এ মেলার অন্যতম কো-স্পন্সর হিসেবে অংশ নিয়েছিল দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড। বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডও এ মেলায় অংশ নিয়েছিল।

গতকাল রিহ্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার শেষ দিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রর প্রধান আকর্ষণ ছিল প্রাইভেট কার। জোবায়ের বিন কিবরিয়া নামে এক ব্যাক্তি লটারির মাধ্যমে প্রাইভেট কারটি জিতে নেন। www.rehabwinterfair2019.com এই ওয়েব সাইটে অন্যান্য লটারি বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এ ছাড়া রিহ্যাবের ফেসবুক পেজে লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর