সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
উৎপাদন বন্ধ

দ্বিতীয় দফায় পাটকল শ্রমিকদের অনশন শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দ্বিতীয় দফায় পাটকল শ্রমিকদের অনশন শুরু

খুলনার খালিশপুর বিআইডিসি রোডে অনশন করছেন পাটকল শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, পাটক্রয়ে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে খুলনায় দ্বিতীয়বারের মতো আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল দুপুর ২টা থেকে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে স্ব স্ব মিলগেটে অবস্থান নেন শ্রমিকরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আন্দোলন কর্মসূচিতে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ থাকে। অনশনে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম জুটমিলের কয়েক হাজার শ্রমিক অংশ নিয়েছেন। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে ১০ ডিসেম্বর থেকে একই দাবিতে টানা চার দিন অনশন পালন করেন শ্রমিকরা। নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে পুনরায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা। গতকাল সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউএমসি জুটমিলের শ্রমিকরা মিল গেটের  সামনে এ আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুটমিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন। এর মধ্যে শত শত শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। 

এ সময় ইউএমসি জুটমিলের সিবিএর সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল মিয়া, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর