শিরোনাম
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হতে চাই না বিয়ের পাত্রী হতে চাই স্কুলছাত্রী

বাল্যবিয়ে রোধে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পরনের পোশাক লাল, সাইকেলের রংটাও লাল। পথচারীদের চোখ আটকে যায় লালে। তবে লাল রং নিয়ে অভিনব প্রচারণায় নেমেছেন বগুড়ার কাঠমিস্ত্রি আনোয়ার হোসেন। আনোয়ার তার ভাগ্নির বাল্যবিয়ে ঠেকাতে না পারলেও বাল্যবিয়েবিরোধী লাল সাইকেল প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজশাহী মহানগরীতে তার এই বাল্যবিয়েবিরোধী লাল সাইকেল ও জাতীয় পতাকা বেঁধে প্রচারণা সবার দৃষ্টি কাড়ছেন।

গতকাল দুপুরে আলুপট্টি, বোয়ালিয়া থানার মোড়সহ বিভিন্ন জায়গায় আনোয়ার হোসেন বাল্যবিয়েবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করেন ও লিফলেট দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলেন। ‘হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুলছাত্রী’ এমন ব্যানার নিয়ে আনোয়ার হোসেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রচারণা চালিয়ে যেতে চান। তিনি প্রতিটি উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনকে তার এ প্রচারণা কাজে আইনি সহযোগিতার আহ্বান জানাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর