মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রের পবিত্র ক্ষমতা গুণী মানুষের কাছে

-ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, রাষ্ট্রের পবিত্র ক্ষমতা গুণী মানুষের কাছে রয়েছে। যার কারণে পদ্মা সেতু, মেট্রো রেলসহ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে ছুটছে বাংলাদেশ। আবার ক্ষমতা অজ্ঞ মানুষের কাছে থাকলে দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদসহ সিরিজ বোমা হামলা হয়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে যা লিখা আছে তা বাস্তব জীবনে রূপান্তরিত করতে হবে। দেশ ও জাতির     কল্যাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে হবে। গতকাল বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এক হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ৬৪০ জন মৎস্যজীবীর মাঝে  সেলাই মেশিন বিতরণ করেন তিনি। এর আগে রূপসদী খোদাই বাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে শীতার্তদের মাঝে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেছেন। উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী জাদিদ আল রহমান জনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম,  জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস হাসু ইসলাম, আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান মিয়া মো. হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, সাকসেস গ্রুপের এমডি  মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।

সর্বশেষ খবর