বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজধানীর সড়কে ঝরল তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ কনস্টেবলসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সূত্রাপুরে কনস্টেবল হেমায়েত হোসেন (৫৬), শ্যামপুরে ফুল মিয়া (৬০) ও শরিফ মিয়া (৩৪)। বছরের শেষ দিনে সড়ক দুর্ঘটনায় এ তিনজনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ কনস্টেবল আশরাফুল জানান, গতকাল সকালে সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্কের সামনে দায়িত্বরত অবস্থায় ছিলেন কনস্টেবল হেমায়েত। এ সময় ভিক্টোর ক্ল্যাসিক পরিবহন নামে একটি বাসের ধাক্কায় হেমায়েত গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্রাপুর থানার এসআই আবদুল হাকিম জানান, বিনা ময়নাতদন্তে কনস্টেবল হেমায়েতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বাবরায়। তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি ওয়ারী জোনে ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ভিক্টোর ক্ল্যাসিক পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২-০২৬৪) বাসটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে। ফুল মিয়ার ছোট ভাই রবি মিয়া জানান, গতকাল  পোস্তগোলা ব্রিজ এলাকায় ফুল মিয়া অটোরিকশায় কাজে যাচ্ছিলেন।  বাসের সাথে অটোরিকশায় ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল সকালে নারিন্দার বাসা থেকে ওয়ার্কশপের মালামাল কেনার জন্য ধোলাইপাড় যান শরিফ। রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরচারুয়ায়। দুই মেয়ের জনক শরিফ নারিন্দার দক্ষিণ মুসুন্দি এলাকায় থাকতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর