শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সিলেট আওয়ামী লীগের রাজনীতি

দল গোছাতে তৃণমূলে চোখ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দল গোছাতে তৃণমূলে চোখ

অতীতের ব্যর্থতা কাটিয়ে সিলেটে দল গোছানো ও দলকে শক্তিশালী করার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতা তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছেন। মুজিববর্ষকে কাজে লাগিয়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের চাঙা করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। চমকের এই সম্মেলনে বাদ পড়েন জেলা ও মহানগর শাখার শীর্ষ তিন নেতা। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ছাড়া বাদ পড়েন বাকি তিন সভাপতি ও সাধারণ সম্পাদক। আর কেন্দ্রীয় সম্মেলনে আরও বড় চমক দেখিয়ে তিনবারের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের স্থলাভিষিক্ত হন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেট আওয়ামী লীগের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ‘টর্নেডো’র জন্য গত সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়কেই দায়ী করছেন নেতা-কর্মীরা। সিটি নির্বাচনে পরাজয়ের পর সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছিল কেন্দ্র। তাই দলকে নতুন কওে ঢেলে সাজাতে এবার নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা। একই ধারণা দায়িত্ব পাওয়া নেতাদেরও। তাই দায়িত্ব পেয়েই তারা সবার আগে গুরুত্ব দিচ্ছেন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দলকে আরও সুসংগঠিত করার কাজকে। এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সিলেটে আওয়ামী লীগকে আগের চেয়ে অনেকগুণ শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু হয়েছে। মুজিববর্ষে প্রতিটি উপজেলায় ব্যাপক অনুষ্ঠানযজ্ঞের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের চাঙ্গা করে দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করাই হচ্ছে জেলা আওয়ামী লীগের মূল লক্ষ্য।

দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মহানগরীর সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সভা করেছেন। নির্দেশ দিয়েছেন ওয়ার্ড পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার। অধ্যাপক জাকির হোসেন বলেন, মহানগর আওয়ামী লীগ নেতানির্ভর নয়, কর্মীনির্ভর হবে। প্রতিটি ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করা হবে। নেতাদের কাছে কর্মীদের আসতে হবে না, সংগঠনের জন্য কর্মীদের কাছে নেতারা ছুটে যাবেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর