শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাজগোছেই ব্যস্ত বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

সাজগোছেই ব্যস্ত বাণিজ্য মেলা

এখনো জমেনি ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কর্মীরা স্টলে স্টলে নিজেদের পণ্যের পসরা সাজাতেই ব্যস্ত সময় পার করছেন। মেলা উদ্বোধন হয়েছে বুধবার, তবে অনেক স্টলের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। নির্মাণের কাজ করছে একাধিক প্রতিষ্ঠান। রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে গতকাল বিকালে দেখা গেছে দর্শনার্থীরা আসছেন তবে কেনাকাটা তেমন শুরু হয়নি। সবাই মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলের কর্মীরা জানান, এখনো ক্রেতাদের সমাগম ঘটেনি। যেসব স্টল নির্মাণের কাজ চলছে তা দু-চার দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। মেলা জমে উঠতে হয়তো সপ্তাহ খানেক লাগবে। তবে আজ শুক্রবার বছরের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে মেলায় কেনাবেচা বাড়বে। মেলা দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকছে। এবার মেলার প্রবেশ ফি বেড়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য ১০ টাকা বাড়িয়ে টিকিটের দাম রাখা হয়েছে ৪০ টাকা। আর অপ্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ২০ টাকা। এবার মেলায় দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মেলায় অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি মেলা প্রাঙ্গণের বাইরেও মোতায়েন রয়েছেন পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বাংলাদেশের পাশাপাশি মেলায় থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, আরব আমিরাত, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের মেলায় ক্রেতারা যেসব পণ্য কিনতে পারবেন তার মধ্যে অন্যতম দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্যসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিকসামগ্রী, মেলামাইন সামগ্রী, হারবাল ও টয়লেট্রিজ, ঘড়ি, হোম অ্যাপ্লায়েন্স, ইমিটেশন জুয়েলারি, সিরামিকস, টেবলওয়্যার, ক্যাবল, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাবপত্র ও হস্তশিল্পজাত পণ্য, উপহারসামগ্রী, কনস্ট্রাকশনসামগ্রী, হোম ডেকর, বেকারি পণ্য, বিদেশি বস্ত্র ইত্যাদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর