শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আজ সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি সম্পর্কে গতকাল রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংবাদ বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এ সম্পর্কে দলের দফতর  সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। সৈয়দ আশরাফ আওয়ামী লীগের দুঃসময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তাঁর বলিষ্ঠ ও কৌশলী নেতৃত্বগুণে দলীয় সভানেত্রী শেখ হাসিনা কারামুক্তি লাভ করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচন আদায় এবং সে নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয় লাভে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি দুবার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতিমন্ডলীর সদস্য পদে ছিলেন।

সৈয়দ আশরাফ আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং জনপ্রশাসন বিভাগের মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর