শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৫ দাবিতে আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অস্বাভাবিক বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভিতরে আটকা পড়েন। শিক্ষার্থীরা দাবি পূরণে বিভিন্ন শ্লোগান দেয়। একই সঙ্গে চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী পথনাটক ও ঢোল-তবলা নিয়ে গান গেয়ে বিভিন্ন দুর্নীতির তথ্য প্রকাশ করেন। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- আবাসন সংকট দূরীকরণ, পরীক্ষার খাতা মূল্যায়নে ২য় পরীক্ষণ ও কোডিং পদ্ধতি চালু, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী অধ্যাদেশের সংস্কার তথা সাংস্কৃতিক অবরুদ্ধতা মুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত যেসব দুনীতির তথ্য পাওয়া গেছে তার প্রতিকার করা।

এদিকে শিক্ষার্থীদের দাবিসহ সামগ্রিক বিষয়ে সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিকে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর