শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারত থেকে দুই মাসে বাংলাদেশে এসেছেন ৪৪৫ জন

-বিজিবির ডিজি

নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, ভারতে নাগরিকত্ব আইন পাস হওয়ার পর গত নভেম্বর-ডিসেম্বর মাসে ৪৪৫ জন বাংলাদেশে এসেছেন।

গতকাল পিলখানা বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক জানান, ফেরত আসারা সবাই বাংলাদেশি নাগরিক। অধিকাংশই ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন, বিশেষ করে ঝিনাইদহ, মহেশপুর এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে তারা ফিরে এসেছেন। তবে এর সঙ্গে ভারতের নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই। বিজিবি অনুপ্রবেশকারীদের তথ্য যাচাই-বাছাইয়ের পর এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিজিবিপ্রধান বলেন, ভারতের এনআরসি ও সিএএ তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এটা বিজিবির কোনো উদ্বেগের বিষয় নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর