শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আট চিত্র সাংবাদিকের ‘ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড’

সাংস্কৃতিক প্রতিবেদক

আট চিত্র সাংবাদিকের ‘ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড’

রোহিঙ্গাদের জীবনযাপন ও তাদের নানা সমস্যা নিয়ে আটজন আলোকচিত্র সাংবাদিকের ফটোগ্রাফি নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড’ শীর্ষক প্রদর্শনী।  আলোকচিত্র সাংবাদিক কে এম আসাদ, সুমন পাল, মাহমুদ হোসেন অপু ও সালাউদ্দিন আহমেদ পলাশের তোলা ১২১টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। শিল্পকলা একাডেমি, ভোরের  কাগজ  ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের যৌথ আয়োজনে গতকাল বিকালে একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও শ্রীলংকার রাষ্ট্রদূত। সঞ্চালনায় ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। ৯ জানুয়ারি শেষ হবে আট দিনের এ প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর