শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ার ব্যবসায় ব্যাংক ঋণ চান ব্রোকারেজ মালিকরা

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য সাধারণ ব্যাংকিংয়ের মতো শেয়ার ব্যবসার জন্যও ঋণ চান ব্রোকারেজ মালিকরা। তারা অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, শেয়ারবাজার লেনদেনের জন্য এই ঋণ যেন যেকোনো ব্যক্তি নিতে পারেন। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। বৈঠক এ দাবি জানানো ছাড়াও তারা শেয়ার লেনদেনে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এটিআই) কমানোর কথা বলেন। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ডিএসই চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রকিবুর রহমান প্রমুখ অংশ নেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, গুজব ভিত্তি করে শেয়ারবাজার চলছে। এ কারণে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গুজব বন্ধে প্রচলিত আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর