শিরোনাম
শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ৭২ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এই সংগঠনের নেতা-কর্মীরা       পরে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন। সংগ্রামের ৭২ বছরে পদার্পণ উপলক্ষে আজ বেলা আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনর্মিলনীতে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা অংশ নেবেন। তবে আমন্ত্রণ পাননি সংগঠনটির বহিষ্কৃত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৬টায় সারা দেশে দলের কেন্দ্রীয় ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৮টায় কার্জন হলে কেক কাটা কর্মসূচি রয়েছে। ৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূটি। ৭ জানুয়ারি সকাল ১০টায় সোপার্জিত স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ওইদিন বিকাল ৪টায় একই স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হবে। 

 

সর্বশেষ খবর