শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সিটি নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার সিটি নির্বাচনে ঝামেলা করছে। তাজু (তাজ উদ্দিন আহমেদ তাজু) আমাদের বংশাল থানা বিএনপির সভাপতি সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। কেন করেছে? এটা ভয় থেকে তারা করছে। আমাদের         জনপ্রিয় প্রার্থীরা যেন ভোট না করতে পারেন  সেজন্য সরকার গ্রেফতার শুরু করেছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এ সময় বিএনপি চেয়ারপারসনের আবদুস সালাম, অধ্যাপক শাহিদা রফিকসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে আমাদের অনেক নেতা-কর্মীকে ভয়ভীতি দেখাচ্ছে। অনেক কাউন্সিলর প্রার্থী আমাকে বলেছেন, পুলিশ ভয়  দেখাচ্ছে। আপনি যদি প্রার্থী হন তাহলে আপনার অসুবিধা হবে। আপনাকে গ্রেফতার করা হবে। গণতন্ত্রের ন্যূনতম স্পেস পাব আমরা সেখানে সুযোগ আমরা নেব। এটার জন্য আরও নির্যাতন নেমে আসবে। কাউন্সিলর পদে দলের প্রার্থী রয়েছেন একক প্রার্থী সর্বত্র চূড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, ‘আমরা ইতিমধ্যে দলের প্রার্থী একেবারে ৯৯ ভাগ চূড়ান্ত করে ফেলেছি। দুই-একটা আছে তাও ঠিক হয়ে যাবে, ৯ তারিখের আগেই হবে। এ নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা যা করছে তা সরকার করছে। বিএনপি নেতা রিজভী অভিযোগ করে বলেন, প্রায় ৩১ দিন পর গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ১৯ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও  তার সঙ্গে তার নিকট স্বজনদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অনুরোধ করার পরও এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। সরকারের নেক নজরে থাকার জন্য কারাকর্তৃপক্ষ নেত্রীর সঙ্গে তার আত্মীয়স্বজনদের  দেখা করতে দিচ্ছেন না। এটি কর্তৃত্ববাদী শাসনের চরম বহিপ্রঃকাশ। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার দুই কন্যাসহ নিকট স্বজনরা লিখিতভাবে আবেদন করেন কারাকর্তৃপক্ষের কাছে।

সর্বশেষ খবর