শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

থমকে আছে জবির অ্যালামনাই কার্যক্রম

রাশেদ হোসাইন, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের দুই বছর পেরিয়ে গেলেও কার্যক্রম শুরু হয়নি। এ জন্য শতাধিক বছর অতিক্রমকারী শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসের কোনো কার্যক্রমে অংশ নিতে পারছেন না। আগামী ১১ জানুয়ারি জবির প্রথম সমাবর্তন ঘিরেও অ্যালামনাই নিয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। ফলে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বলেন, অ্যালামনাই গঠন ও এর কার্যক্রম যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।   বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং নিয়ে অ্যালামনাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। জানতে চাইলে অ্যালামনাইর আহ্বায়ক নজরুল ইসলাম বাবু এমপি বলেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে অ্যাসোসিয়েশনের কাজ কিছুদিন স্থবির ছিল। কিছুদিনের মধ্যেই সবার পরামর্শ নিয়ে কাজ শুরু করব। ক্যাম্পাসে বড় একটি পুনর্মিলনী করা হবে। তা সবার কাছে দৃশ্যমান হবে।

সর্বশেষ খবর