রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঘুরে দাঁড়ানোর মিশন খুলনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঘুরে দাঁড়ানোর মিশন খুলনা বিএনপির

চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগাতে মাঠে সক্রিয় হয়েছে খুলনা বিএনপি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, অঙ্গসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা পাটকল শ্রমিকদের দাবির প্রতি সমর্থন- ইস্যু পেলেই রাজপথে নামছে তৃণমূলের নেতা-কর্মীরা। বিএনপি দায়িত্বশীল নেতারা বলছেন, এসব কর্মসূচির মধ্যে দিয়ে দলকে সংগঠিত করার পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হচ্ছে বিএনপি। এরই মধ্যে জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে খুলনা বিএনপি। জানা যায়, রাজনৈতিক হামলা-মামলা ও পুলিশের গ্রেফতার আতঙ্কের পরও রাজপথের আন্দোলনে ফিরেছে খুলনা বিএনপি। জেলা বিএনপির নেতৃত্বে মতানৈক্য থাকলেও বর্তমানে সাংগঠনিক সব কর্মকান্ডে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকছেন। এ ছাড়া গত ডিসেম্বর মাসজুড়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও জামিন বাতিলের প্রতিবাদ, গণতন্ত্র হত্যা দিবস, পাটকলের শ্রমিকদের দাবির সমর্থনে মানববন্ধন, অঙ্গসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা কর্মসূচিতে রাজপথে কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপির মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, এ কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূলে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে দলটি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক সংকটকেও আন্দোলনে প্রাধান্য দেওয়া হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবি, ভবদাহ বিল, রামপালের কয়লা বিদ্যুৎ দূষণ, সুন্দরবন রক্ষা, শীতার্ত মানুষকে সহায়তা-এসব কর্মসূচির মধ্যে দিয়ে জনগণের আস্থা অর্জন ও রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করছে বিএনপি। এদিকে ধারাবাহিক কর্মসূচি আন্দোলনে নেতা-কর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় খালেদা জিয়ার জামিন না হওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে। তবে বিএনপি গণমানুষের দল, বিএনপিকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। রাজনৈতিক দল হিসেবে বিএনপি দাবি আদায়ের সংগ্রামে রাজপথে ঘুরে দাঁড়াবে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর