রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

টাকা ছাড়া মেলে না চিকিৎসাসেবা

রংপুর প্রতিনিধি

টাকা ছাড়া মেলে না চিকিৎসাসেবা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চরম অনিয়ম-দুর্নীতি। এখানে টাকা ছাড়া মিলছে না চিকিৎসাসেবা। রোগী ভর্তি থেকে শুরু করে মারা গেলেও টাকা গুনতে হয় রোগীর স্বজনদের। অর্থ নিয়ে শয্যা বরাদ্দের ঘটনা নিত্যনৈমিত্তিক। আর এসব অভিযোগের তীর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও নার্সসহ কর্মরত আনসার এবং দালালদের দিকে।  হাসপাতাল সূত্রে জানা গেছে, এক হাজার শয্যার উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটিতে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার রোগী ভর্তি থাকেন। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই হয়রানি শুরু হয়। ভর্তি হওয়ার সময় জরুরি বিভাগে কমপক্ষে ৫০ টাকা অতিরিক্ত নেওয়া হয়। সেখান থেকে মুমুর্ষু রোগীদের স্ট্রেচারে ওয়ার্ডে নিতে দালালদের দিতে হয় এক থেকে দেড়শ টাকা। এর পর ওয়ার্ডে যাওয়ার পর শয্যা পাওয়াটা সোনার হরিণের মতো। এমনকি মেঝেতে জায়গা পেতেও দিতে হয় টাকা। না হলে মেলে না বিছানা। শুধু তাই নয়, কম্বলসহ প্রয়োজনীয় উপকরণ নিতে টাকা দিতে হয়। বিনামূল্যের ওষুধের জন্যও দিতে হয় টাকা। রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা বেশিরভাগই বাইরে থেকে করাতে  হয়। এ ক্ষেত্রেও রোগীর পছন্দের পরীক্ষাগারে যাওয়ার সুযোগ থাকে না। রোগীদের চিকিৎসক ও নার্স-আয়া এবং দালালের পছন্দের পরীক্ষাগারে যেতে বাধ্য করা হয়। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে মিলেছে আরও ভয়াবহ তথ্য। হাসপাতালের পরিচালক ডা, শাহাদৎ হোসেন গণমাধ্যমকে বলেন, অভিযোগগুলোর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। দালালদের দৌরাত্ম্যসহ সার্বিক বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর