রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরনে পুলিশের ইউনিফর্ম হাতে ওয়াকিটকি-পিস্তল

মাইক্রো ছিনতাইকালে আটক ভুয়া ট্রাফিক সার্জেন্ট

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

পরনে পুলিশের ইউনিফর্ম হাতে ওয়াকিটকি-পিস্তল

ট্রাফিক পুলিশের ইউনিফর্ম পরিহিত দুজন। হাতে ওয়াকিটকি। সঙ্গে দেখতে হুবহু পুলিশের ব্যবহৃত পিস্তল। সাদা পোশাকে রয়েছে আরও একজন। দেখে কোনোভাবেই অনুমান করা সম্ভব নয় যে তারা ভুয়া পুলিশ। এমনই তিনজন পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা করেছিল। কিন্তু মাইক্রোবাসের চালকের বুদ্ধিমত্তায় হাতেনাতে ছিনতাইকারীদের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বাকি দুজন পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ বিশ্ব রোডের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায়। আটককৃত ভুয়া সার্জেন্ট শামীম (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের মহসিন আলীর ছেলে। শামীমের কাছ থেকে একটি হুবহু পিস্তলের মতো দেখতে সিগারেট জ্বালানোর পিস্তল লাইটার, গাড়ির ভিতর থেকে আরও দুটি লাইটার পিস্তল, দুটি ওয়াকিটকি ও ট্রাফিক পুলিশেরএক সেট ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কবল থেকে উদ্ধার হওয়া নোয়া মাইক্রোবাসের চালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে ট্রাফিক পুলিশের পোশাক পরিহিত দুজন ও একজন সাদা পোশাকে থাকা লোক গাড়ি থামাতে আমাকে সিগন্যাল দেয়। গাড়ি থামাতেই পোশাক পরিহিত সার্জেন্ট গাড়ির কাগজপত্র চায়। তাৎক্ষণিক কাগজপত্র দিলেও তারা বলে কাগজে ভুল আছে তোমাকে থানায় যেতে হবে। এরপর তারা আমাকে পেছনের সিটে বসিয়ে ঢাকার দিকে গাড়ি নিয়ে রওনা দেয়। এতে নারায়ণগঞ্জের কোনো থানার দিকে না গিয়ে ঢাকার উদ্দেশে মাইক্রো নিয়ে রওনা দিলে তাদের কর্মকান্ডে আমার সন্দেহ হয়। এ সময় আমি চিৎকার দেই। এতে তারা গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে ভূইগড় বাসস্ট্যান্ডে গিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে লাগিয়ে দেয়। ওই সময়  মাইক্রোবাসের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। আমি আবার চিৎকার করলে গাড়ি থেকে নেমে দ্রুত দুজন পালিয়ে যায় এবং আশপাশের লোকজন এসে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ছিনতাইকারীদের কবল থেকে মাইক্রোসহ (ঢাকা-মেট্রো-গ ৩৭-৯০৫০) চালক দেলোয়ারকে উদ্ধার করা হয়েছে। একই সময় পোশাক পরিহিত একজন ভুয়া সার্জেন্টকে আটক করা হয়েছে। আটক ভুয়া সার্জেন্টের কাছ থেকে ১টি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গাড়ির ভিতর থেকে পালিয়ে যাওয়া দুজনের আরও দুটি খেলনা পিস্তল, এক সেট ট্রাফিক পুলিশের পোশাক ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর