রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে তিনি পরলোক গমন করেন। তাকে পাবনা শহরের উপকণ্ঠ বৈকণ্ঠপুরের বাসভবন এসট্রাসে সমাহিত করা হয়। এই দেশবরেণ্য শিল্পপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। পরিবারের পক্ষ থেকে পাবনার এসট্রাস খামারবাড়িতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পাবনা প্রেস ক্লাব, পাবনা সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন স্মরণসভার আয়োজন করেছে। স্কয়ার গ্রুপ সূত্র জানায়, ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি আগ্রহ ছিল স্যামসন এইচ চৌধুরীর। প্রথমে নিজে বাবার নামের সঙ্গে মিল রেখে তিনি ‘ই-সনস’ নামে ওষুধ তৈরির কারখানা করেন। পরে বাবার কাছ থেকে পুঁজি নিয়ে নেমে পড়েন ফার্মেসি ব্যবসায়। চার বন্ধু মিলে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে ওষুধ কারখানা। স্কয়ার আজ বাংলাদেশে শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ। আর এর স্বপ্নদ্রষ্টা হলেন স্যামসন এইচ চৌধুরী। ৬১ বছর আগে স্যামসন এইচ চৌধুরীর নেতৃত্বে চার বন্ধু মিলে পাবনা শহরে শালগাড়িয়া এলাকায় যে ছোট্ট শিল্পপ্রতিষ্ঠানের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেটি আজ মহীরুহ। ১৯৫৮ সালে যে প্রতিষ্ঠান দিয়ে স্কয়ারের যাত্রা শুরু হয়েছিল, এর নাম ছিল স্কয়ার ফার্মা। পুঁজি ছিল মাত্র ২০ হাজার টাকা। ১৯৬৪ সালে স্কয়ার ফার্মা নাম পরিবর্তন করে করা হয় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনীতা চৌধুরী। তিন ছেলের মধ্যে বড় স্যামুয়েল এস চৌধুরী ওরফে স্বপন চৌধুরী, যিনি বর্তমানে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান। মেজো ছেলে তপন চৌধুরী স্কয়ার ফার্মাসিটিউক্যাল ও স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আর ছোট ছেলে অঞ্জন চৌধুরী পিন্টু মাছরাঙা টেলিভিশন, স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক। একমাত্র মেয়ে রত্না পাত্র স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান। বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার কাশিয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ইয়াকুব হোসেন চৌধুরী। স্যামসন চৌধুরী ভারতে পড়াশোনা শেষ করে ১৯৫২ সালে পাবনা জেলার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার বাবা ছিলেন একটি ফার্মেসির মেডিকেল অফিসার। বাবার সঙ্গে তিনি ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বর্তমানে স্কয়ার গ্রুপে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। ১৯৮৮ সাল থেকে ওষুধের পাশাপাশি স্কয়ার গ্রুপ নতুন শিল্প স্থাপন শুরু করে। স্কয়ার গ্রুপের অধীন প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যাল, স্কয়ার স্পিনিংস, স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার এভিয়েশন, স্কয়ার ইনফারমেটিক্স, স্কয়ার সারাহ নিড ফেব্রিকস, স্কয়ার হাসপাতাল, স্কয়ার অ্যাগ্রো, স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রিসিটিক্যাল, এজিএস সার্ভিসেস, মাছরাঙা প্রোডাকশন, ফার্মা প্যাকেজেস, বর্ণালি প্রিন্টার্স, মিডিয়া কম ও মাছরাঙা টেলিভিশন। এ ছাড়া হাউজিং কোম্পানি শেলটেক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টেও স্কয়ার গ্রুপের অংশীদারিত্ব রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর