রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শাহজালালে সোনাসহ বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে সোনাসহ বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম সোনাসহ বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। আটকরা হলেন- মো. সুমন শিকদার, মো. শাহিন হোসেন ও মো. বেলাল আকন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। জব্দ করা সোনার বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।

এএপির অতিরিক্ত এসপি (অপস অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, গতকাল সকালে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০২৮) ঢাকায় আসে। ওই বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। বিমানবন্দরের ১ নম্বর বেতে বিমানটি যাত্রী নামানোর জন্যে ডকিং করার পর পরিচ্ছন্নতাকর্মীরা বিমানে আরোহণ করেন। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে তারা নেমে আসেন। এ সময় বিমানের নিরাপত্তায় থাকা এএপির সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন। পরে সুমনসহ তিনজনকে এএপির অফিসে এনে তল্লাশি করা হলে সুমনের দুই জুতার ভিতরে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি সোনার বার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সুমন জানান, কালাম নামে বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তাকে এই সোনার বার হস্তান্তর করেন। এই কাজে তিনি ২০ হাজার টাকা পেতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর