রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইকো পার্কে নিজের বন্দুকের আঘাতে আহত পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চল বাঁশখালী ইকো পার্কে পাখি শিকার করতে গিয়ে পৌর মেয়র শেখ সেলিম উল হক চৌধুরী আহত হয়েছেন। গত শুক্রবার বিকালে বাঁশখালী ইকো পার্কে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাঁশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন পৌর মেয়র। স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ছুটির দিনে নিকটাত্মীয়দের নিয়ে ইকো পার্কে বেড়াতে যান বাঁশখালীর সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী। শুক্রবার দুপুরের পর সেখানে তাদের সঙ্গে মিলিত হন পৌর  মেয়র সেলিমুল হক চৌধুরীও। এক পর্যায়ে পাখি শিকার করতে নিজের অস্ত্রের স্টিয়ারিং টান দিতেই পৌর মেয়র মুখে আঘাতপ্রাপ্ত হন। চট্টগ্রামের বাঁশখালী হাসপাতালের চিকিৎসকরা বলেন, বাঁশখালী পৌর মেয়রের মুখে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আসেন। প্রাথমিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইকো পার্কের ভিতরে নয়, বাইরে পাখি শিকার করতে গিয়ে নিজের বন্দুকে মুখে একটু ব্যথা পেয়েছি। কোনো সমস্যা হয়নি। বাঁশখালী ইকো পার্কের রেঞ্জার আনিসুজ্জামান শেখ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিকটাত্মীয়দের নিয়ে ইকো পার্কে বেড়াতে আসেন পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী। ইকো পার্কে পৌর মেয়র পাখি শিকার করতে গিয়ে আহত হয়েছেন শুনেছি। বিষয়টি কতটুকু সত্য তা জেনেই চিঠি দিব। এতে পুরো ঘটনা নিজেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। তিনি বলেন, সংরক্ষিত বনাঞ্চল ও ইকো পার্কে পাখি শিকার নিষেধ। এ ঘটনার বিষয়ে আমি থাকলে এমন কাণ্ড  ঘটানোর সুযোগ পেতো না। সরকারি গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলে অনেক সময় গাড়ি চেক করতে পারি না। হয়তো গাড়িতে করেই ভিতরে অস্ত্র নিয়ে গেছেন তিনি।

বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রেজাউল করিম মজুমদার সাংবাদিকদের বলেন, বৈধ অস্ত্র নিয়ে হয়তো পাখি শিকারের চেষ্টা করেছেন তিনি। তবে বনাঞ্চলে পাখি শিকার নিষেধ। এটা বন বিভাগই দেখবে। ঘটনাটি আমি শুনেছি, তবে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর