রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নির্মাণ শ্রমিকদের ৫ হাজার কম্বল দিয়েছে রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবাসন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত নির্মাণ শ্রমিকদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ শুরু করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়ে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে শীতার্ত নির্মাণ শ্রমিকদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। গতকাল রিহ্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা। আমরা প্রতিবছরই সাধারণ জনগোষ্ঠীর লোকজনদের মাঝে এই কর্মসূচি সীমাবদ্ধ রাখতাম। এ বছর রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহে যেসব নির্মাণ শ্রমিক কাজ করে তাদের মাঝে এই কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর