রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাজে যোগ দিয়েছেন পাটকল শ্রমিকরা

আনন্দ মিছিল

প্রতিদিন ডেস্ক

১৫ দিনের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাসে গতকাল ভোর থেকে কাজে যোগ দিয়েছেন দেশের পাটকল শ্রমিকরা। এ নিয়ে তারা আনন্দ মিছিলও করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাসে টানা পাঁচ দিন অনশন কর্মসূচি পালনের পর কাজে যোগ দিয়েছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। ফলে উৎপাদন শুরু হয়েছে পাটকলগুলোতে। কর্মসূচির নেতৃত্বদানকারী সংগঠন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, ১৫ দিনের মধ্যে মজুরি কমিশনের স্লীপ দেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। খুলনার ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর, দৌলতপুর, প্লাটিনাম জুবিলি, স্টার, আলিম ও ইস্টার্ন জুট মিলে স্থায়ী ও অস্থায়ী প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। তারা সবাই কাজে যোগ দিয়েছেন।

নরসিংদী : নরসিংদী ইউএমসি জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। প্রত্যাশিত দাবি মেনে নেওয়ায় খুশি শ্রমিকরা। এ জন্য তারা মিলের ভিতরে আনন্দ মিছিলও করেছেন। এ সময় তারা  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

রাজশাহী : মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কাজে যোগ দিয়েছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পথ উন্মোচিত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর