রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বিআইপির গবেষণা প্রতিবেদন

অপরিকল্পিত নগরায়ণের কবলে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার ৮২ ভাগ ভূমি ঢেকে গেছে কংক্রিটে। কিছু এলাকায় এটা শতভাগ। অনেক এলাকায় জলজ ভূমি, সবুজ এলাকা ও উন্মুক্ত স্থানের পরিমাণ শূন্যের কোঠায় নেমে গেছে। অপরিকল্পিত এ নগরায়ণের কারণে ক্রমেই মৃত নগরীর দিকে যাচ্ছে রাজধানী ঢাকা। ভয়াবহ জলাবদ্ধতা ও দূষণের কবলে ঢাকার বাসিন্দারা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ‘ঢাকা শহরের সবুজ এলাকা, জলাশয়, খোলা উদ্যান ও কংক্রিট আচ্ছাদিত এলাকার বিদ্যমান অবস্থা ও বিগত ২০ বছরে পরিবর্তন’ শীর্ষক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল বিআইপি মিলনায়তনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইপির মহাসচিব ড. আদিল মোহাম্মদ খান। এ সময় সংগঠনের সভাপতি অধ্যাপক আকতার মাহমুদ, সাবেক সভাপতি অধ্যাপক আবুল কালামসহ পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর