মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সাত বছর পর বিমানের ফ্লাইট

ম্যানচেস্টার থেকে সিলেটে এলেন ২৯৭ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাত বছর পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি এসে নামল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ বিমানের বোয়িং-৭৮৭ ‘সোনারতরী’ উড়োজাহাজটি ২৯৭ জন যাত্রী নিয়ে গতকাল বেলা ১টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ২৮৫ জনই ছিলেন সিলেটের। পড়ে উড়োজাহাজটি ঢাকা শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। উড়োজাহাজ সংকট দেখিয়ে ২০১২ সালের সেপ্টেম্বরে ম্যানচেস্টারের সঙ্গে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।

প্রবাসীদের দাবির মুখে গত রবিবার ফের শুরু হয় সরাসরি ফ্লাইট। ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ওসমানী বিমানবন্দরসূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি সিলেট আসবে।

সর্বশেষ খবর