মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিল্পকলায় সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় সাংস্কৃতিক উৎসব

সমবেত সংগীত, যন্ত্রসংগীত, ঐতিহ্যবাহী লোকজ খেলা, পালা, একক সংগীত, বাউল সংগীত, ঐতিহ্যবাহী লোকনাট্য, যাত্রা, সমবেত নৃত্য, অ্যাক্রোবেটিক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা, পুতুলনাট্য, একক আবৃত্তি, শিশুদের পরিবেশনা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ও নৃত্য, নাটকের কোরিওগ্রাফি, বৃন্দ আবৃত্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবেশনা, আঞ্চলিক ও জেলা ব্রান্ডিং বিষয়ক সংগীত ও নৃত্য এবং জেলার ঐতিহ্যবাহী ভিডিও চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে চলছে শিল্পকলায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব-২০২০। গতকাল ছিল ২১ দিনের এ উৎসবের চতুর্থ দিন। এ দিনের আয়োজনে বিকালে একাডেমির নন্দনমঞ্চে নিজ নিজ জেলার পরিবেশনা নিয়ে নাচ, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক কর্মযজ্ঞে অংশ নেন জামালপুর, সিরাজগঞ্জ ও পঞ্চগড় জেলার শিল্পীরা। রাজধানীর ছায়ানট জমেছিল ‘লহরী’র যন্ত্রসংগীতের মূর্ছনায়। গতকাল সন্ধ্যার এ আসরে সেতার, এস্রাজ, সারেঙ্গী ও তবলার অনন্যতায় যন্ত্রসংগীতের শুদ্ধতা ছড়িয়ে দেন শিল্পীরা।

আসরের শুরুতেই ‘রাগ ভুপালী’তে সেতার বাজান মেহেরীন আলম ও রিংকু। যুগলবন্দী এ পরিবেশনায় শিল্পীদ্বয় অনন্য করে তোলেন সন্ধ্যার এ আসরকে। শিল্পীদের তবলায় সঙ্গত করেন অঞ্জন সরকার। এর পর এস্রাজে ‘রাগ ইমন’ পরিবেশন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শিল্পী শুক্লা হালদার। আর শিল্পীর সঙ্গে তবলায় বোল তোলেন প্রবীর কুমার দাস। পরবর্তী পরিবেশনায় তবলার তালে সুরের ঢেউ তোলেন অঞ্জন সরকার। শিল্পীর সঙ্গে হারমোনিয়ামে ছিলেন ধ্রুব সরকার। তবলার তালের রেশ কাটতে না কাটতেই ‘রাগ বাগেশ্রী’ দিয়ে সারেঙ্গী পরিবেশন করেন শৌণক দেবনাথ ঋক। শিল্পীকে তবলায় সঙ্গত করেন অঞ্জন সরকার। এভাবেই গোটা মিলনায়তনে শাস্ত্রীয়মুগ্ধতা ছড়িয়ে শেষ হয় যন্ত্রসংগীতের ভিন্নধর্মী আসর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর