মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপি হতাশাগ্রস্ত দল : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি হতাশাগ্রস্ত এবং নালিশ করা তাদের ঐতিহ্য বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বিএনপি এখনই বলে, তারা নির্বাচনে জিতবে না আর তা জেনেও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছে। এটা হতাশাগ্রস্তদের কথা। এতে তাদের নেতা-কর্মীরাও হতাশ হয়। এ কথার মাধ্যমেই তারা হেরে গেছে। গতকাল সকালে  ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচনী অফিসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে আওয়ামী লীগ গুরুত্ব সহকারে নিয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচন জিততে চায় দলটি। এ লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হবে। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে জয়ী হতে চাই। জনগণের ভোটের মাধ্যমে জয়ী হতে চাই। তার জন্য কাজ করছি। মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করেননি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ৯ তারিখের পর তিনিই প্রার্থী। তিনি উত্তরায় একটি দোয়া মাহফিল করে নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। তোফায়েল আহমেদ বলেন, ইভিএম সরকারের ডিজিটাল বাংলাদেশের ফলাফল। ডিজিটাল দেশ হিসেবে আমরা অনেক এগিয়ে গেছি। বিদেশিরা বাংলাদেশকে নিয়ে প্রশংসা করে। তবু ইভিএম পদ্ধতিতে ভোট হবে কিনা, তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।  সভায় শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এর জন্ম ক্যান্টনমেন্টে। তারা যে গণতন্ত্রের কথা বলে, তা সামরিক গণতন্ত্র। এখন তাদের কাছ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। অনুষ্ঠানে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, গত নয় মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমি সবার দোয়া চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর