মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেননের এমপি পদের বৈধতা প্রশ্নে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে গত বছরের ৮ ডিসেম্বর হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। হাই কোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। রিট আবেদনে বলা হয়, রিটকারী ইউনূস আলী আকন্দ একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন হতে জাতীয় পার্টির (জাপা) একজন প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি রাশেদ খান মেননের কাছে পরাজিত হন।

গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর ১৯ অক্টোবর বরিশাল নগরীতে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, আমি নিজেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তারপরেও আমি সাক্ষ্য দিয়ে বলছি এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি ইউনিয়ন পরিষদের ভোটও দিতে পারে না, উপজেলায়ও পারে না। রাশেদ খান মেননের ওই বক্তব্য তুলে ধরে রিটে বলা হয়, তার সংসদ সদস্যপদ থাকতে পারে না। কারণ উনি নিজেই ভোট গ্রহণের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। নৈতিক কারণে তার এমপি পদ খারিজযোগ্য। রিটকারী ইউনূস আলী নিজেকেই সংসদ সদস্য হিসেবে ঘোষণা করতেও আদালতে আবেদন জানিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর