বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এবার চেইন অব কমান্ড তৃণমূলে

খুলনা আওয়ামী লীগের রাজনীতি

সামছুজ্জামান শাহীন, খুলনা

তৃণমূলে নিয়ন্ত্রণ না থাকায় বিগত দিনে অভ্যন্তরীণ বিরোধে বড় খেসারত দিয়েছে খুলনা আওয়ামী লীগ। ব্যক্তিগত রেশারেশিতে কমিটি অনুমোদন না দেওয়া, ওয়ার্ড পর্যায়ে আলোচনা না করেই অনুপ্রবেশকারীদের যোগদান, ত্যাগী নেতাদের ওপর হামলা ও বিরোধী মতের নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়ার অভিযোগ ছিল কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে। সেই সঙ্গে কিছু নেতার বিতর্কিত কর্মকা-েও দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দলের দায়িত্বশীল নেতারা বলছেন, এবার তৃণমূলে সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ গড়ে তুলতে চায় খুলনা আওয়ামী লীগ। এরই মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা পর্যায়ে দল গোছানোর কাজ শুরু হয়েছে। কোনো ধরনের পকেট কমিটি নয়, বাকি ইউনিয়ন ও উপজেলাগুলোতে সম্মেলন করেই শক্তিশালী কমিটি গঠন করা হবে। গত ১০ ডিসেম্বর খুলনায় আওয়ামী লীগের সম্মেলনে জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সুজিত অধিকারী। তিনি বলেন, জেলার নেতাদের সঙ্গে ইউনিয়ন-উপজেলা পর্যায়ে দূরত্ব রয়েছে। এতে বিগত দিনে অনেক সাংগঠনিক কর্মকা- সফল হয়নি। ফলে একমাত্র পাইকগাছা উপজেলা বাদে বাকি ৮টি উপজেলায় কমিটি করা যায়নি। তিনি বলেন, দাফতরিক কাজের শুরুতেই এবার স্বচ্ছ ও শক্তিশালী কমিটি করা হবে। কোনো পকেট কমিটি থাকবে না। এতে জেলার নেতাদের ওপর তৃণমূলের আস্থা বাড়বে। ফলে সাংগঠনিক চেইন অব কমান্ড তৈরি হবে। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা দলের এই সাংগঠনিক প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার ১১টি ওয়ার্ড ও সদর থানা কমিটির সম্মেলন, দ্বিতীয় ভাগে পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন ও তৃতীয় ভাগে সাংগঠনিক ভিত মজবুত করতে কাজ করবেন।

সর্বশেষ খবর