বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তাবিথের অভিযোগের সত্যতা পায়নি ইসি

নিজস্ব প্রতিবেদক

তাবিথের অভিযোগের সত্যতা পায়নি ইসি

ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের সত্যতা পাননি সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি ঘটনাটি তদন্ত করে গতকাল রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে প্রতিবেদন জমা দেন। নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ সময়ে আতিকুল ইসলামের নিজের পক্ষে ভোট চাওয়ার অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইবুর রহমান আশিককে। তার দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, যে চারটি ছবি অভিযোগের সঙ্গে দেওয়া হয়েছিল তার মধ্যে দুটিতে আতিকুল ইসলামকে দেখা যায়নি। এ ছাড়া যে দুটি ছবিতে আতিকুল ইসলামকে দেখা গেছে সেখানকার দোকানি ও লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু গুলশান পার্ক এলাকায় ৯টা পর্যন্ত মিছিল-মিটিং সংঘটিত হয়নি। চারজন ব্যক্তির লিখিত বক্তব্যও নেওয়া হয়েছে। ফলে তাবিথ আউয়ালের অভিযোগটি সত্য নয় মর্মে প্রমাণিত হয়েছে।

সর্বশেষ খবর