বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ১

দীর্ঘদিন চিকিৎসক নেই চর্ম ও চক্ষু বিভাগে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের সরকারি দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র জেনারেল হাসপাতাল। সরকারি এ সেবাপ্রতিষ্ঠানে চর্ম ও যৌন রোগ বিভাগ এবং চক্ষু বিভাগে একজন করে সিনিয়র কনসালট্যান্টের পদ আছে। কিন্তু প্রায় এক বছর ধরে চর্ম রোগ বিভাগের পদটি ও দেড় মাস ধরে চক্ষু রোগ বিভাগের পদটি শূন্য। অথচ প্রতিদিন চর্ম রোগ বহির্বিভাগে গড়ে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসতেন। অভিন্ন চিত্র চক্ষু রোগ বিভাগেও। চর্ম ও যৌন রোগ এবং চক্ষু বিভাগে কোনো চিকিৎসক না থাকায় বন্ধ রোগী দেখা। চিকিৎসক সংকটে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নিজেই রুগ্ন হয়ে পড়েছে। কেবল চিকিৎসক নয়, রয়েছে কর্মচারী সংকটও। কিন্তু এ নিয়ে স্বাস্থ্য অধিদফতরে বারবার চিঠি লেখা হলেও কোনো প্রতিকার মিলছে না বলে হাসপাতালসূত্রে জানা গেছে। জানা যায়, গত ৩ ডিসেম্বর একসঙ্গে হাসপাতালের ১১ জন সিনিয়র কনসালট্যান্ট সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। এর পর থেকে চিকিৎসক সংকট তীব্র আকার ধারণ করে। তদুপরি চর্ম রোগ বিভাগে চিকিৎসক চেয়ে পরিচালক (স্বাস্থ্য) বরাবর   গত বছরের ২ মে, ৩ জুন, ২৭ জুন, ৩ আগস্ট এবং সর্বশেষ ২ জানুয়ারি চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। বর্তমানে নয়জন চিকিৎসকের পদ শূন্য আছে। রোগীদের অভিযোগ, নগরের প্রাণকেন্দ্র আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালের অবস্থান হলেও চিকিৎসক না থাকায় সেখানে প্রয়োজনীয় সেবা মেলে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘চিকিৎসক সংকটের বিষয়টি জানিয়ে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ ৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের বৈঠকেও বিষয়গুলো অবহিত করে নির্দিষ্ট তথ্যসহ চিঠি দেওয়া হয়।

তবে কোনো সুফল মিলছে না। ফলে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে। তবু সেবাদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

সর্বশেষ খবর