বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সিলেটে তিন শিক্ষার্থীর উদ্ভাবন

ট্রেনের নিরাপত্তা দেবে প্রোটেকশন সিস্টেম

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিগন্যাল অমান্য বা ত্রুটিপূর্ণ লাইনের কারণে দেশে প্রায়ই ঘটছে ট্রেন দুর্ঘটনা ও প্রাণহানি। এক সময় নিরাপদ যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে ট্রেনকেই বেছে নিতেন যাত্রীরা। কিন্তু সাম্প্রতিক সময়ের বড় বড় দুর্ঘটনা যাত্রীদের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এ অবস্থায় ট্রেন দুর্ঘটনারোধে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইলেট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থী। তাদের দাবি ‘রেলওয়ে প্রোটেকশন সিস্টেম’ নামের তাদের প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে দেশে কোনো ট্রেন দুর্ঘটনা ঘটবে না। নিরাপদ যাত্রার প্রতীক হবে  রেলপথ। মঙ্গলবার তিন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে তাদের উদ্ভাবিত যন্ত্রটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করে। রেলপথকে কিভাবে নিরাপদ করা যায়, তা নিয়ে অনেক দিন ধরে কাজ করছিলেন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থী আনোয়ার শিকদার, ফাহাদ বিন আইয়ুব ও শেখ ফয়সাল। বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের  শিক্ষক মো. মুনতাসির রশীদ ও মো. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে চলছিল তাদের গবেষণা কর্ম। শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের উদ্ভাবিত ‘রেলওয়ে প্রোটেকশন সিস্টেম’ রেল লাইন স্ক্যান করে সামনে কোনো প্রতিবন্ধকতা পেলে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে। এছাড়া রেল লাইনের কম্পন পরিমাপ করে স্বয়ংক্রিয়ভাবে ওভারের ‘গেইট অফ’ও করে দেবে তাদের উদ্ভাবিত যন্ত্র।

সর্বশেষ খবর