বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

লাল রক্তের কালো ব্যবসা

ওয়ার্ডবয় চাকরিচ্যুত, ল্যাব সহকারীকে বদলির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের জিম্মি করে অবৈধভাবে উচ্চমূল্যে রক্ত বেচাকেনার প্রমাণ মিলেছে। গতকাল এ অভিযোগে হাসপাতালের আউটসোর্সিং কর্মচারি ওয়ার্ডবয় আদনান মাহমুদকে চাকরিচ্যুত ও ল্যাব সহকারী  রওশন আরাকে অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে। জানা যায়, গত ৫ জানুয়ারি খুলনার পাইকগাছা এলাকা থেকে আসা গুরুতর অসুস্থ এক প্রসূতিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তার পরিবারকে দ্রুত ৫ ব্যাগ এ পজেটিভ রক্ত জোগাড় করতে বলা হয়। ওই প্রসূতির স্বামী হাসপাতালের ব্লাড ব্যাংকে গেলে ওয়ার্ড বয় আদনান মাহমুদ তাকে তিনব্যাগ রক্তের জন্য ৩ হাজার ৭৫০ টাকা দাবি করেন। যদিও সরকারি হাসপাতালে রক্ত কেনাবেচার কোনো নিয়ম নেই। অভিযোগ রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দেওয়া রক্ত বিনামূল্যে রোগীদের সরবরাহ করার কথা থাকলেও চক্রটি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে তা বিক্রি করে আসছে। 

এদিকে উপায় না দেখে আদনানের বিকাশ নম্বরে ওই টাকা পাঠানো হলে সে দুই ব্যাগ রক্ত দেয়। হাসপাতালের ল্যাব সহকারী রওশন আরা তাকে এ কাজে সহায়তা করে। এদিকে জানাজানি হলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘খুলনা ব্লাড ব্যাংক’ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর বিচার দাবি করেন। পরে হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ অভিযোগ যাচাই করে হাসপাতালের দুই কর্মচারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর