বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

খুলনায় চোখ হারানো সেই যুবক কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পুলিশের বিরুদ্ধে চোখ উৎপাটনের অভিযোগকারী যুবক মো. শাহজালাল ছিনতাই মামলায় জামিন পেয়েছেন। গ্রেফতারের তিন মাস পর মঙ্গলবার রাতে খুলনা জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত সোমবার মহানগর দায়রা জজ আদালতে ছিনতাই মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলে শাহজালালের জামিন মঞ্জুর হয়। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ২০১৭ সালের ১৮ জুলাই রাতে নগরীর গোয়ালখালী এলাকায় ছিনতাই ঘটনায় শাহজালালকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতেই তাকে চোখ উৎপাটন করা অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় একই সঙ্গে খালিশপুর থানায় শাহজালালের বিরুদ্ধে ছিনতাই ও আদালতে পুলিশের বিরুদ্ধে চোখ উৎপাটন মামলা দায়ের হয়। এর মধ্যে ছিনতাই মামলার রায়ে ৪ নভেম্বর খুলনার দ্রুত বিচার আদালতে শাহজালালকে দুই বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন। এদিকে শাহজালালের পিতা জাকির হোসেন জানান, গ্রেফতার হওয়ার পর দাবিকৃত দেড় লাখ টাকা না পেয়ে পুলিশ তার ছেলের দুই চোখ উপড়ে ফেলেছে।

সর্বশেষ খবর