বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জলাতঙ্কমুক্ত রাখতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ২০ হাজার কুকুরকে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের বাসিন্দাদের জলাতঙ্কমুক্ত রাখতে বেওয়ারিশ ও পোষ্য প্রায় ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় ১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নগরের ৩০টি ওয়ার্ডে কুকুরের টিকা কার্যক্রম বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও সিটি করপোরেশন। এ কার্যক্রম বাস্তবায়নে গতকাল থেকে মাইকিংসহ বিভিন্ন প্রচার চালিয়ে জনগণের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। নগর ভবন কর্তৃপক্ষের হিসাবে বরিশাল নগরের ৩০ ওয়ার্ডে প্রায় ২০ হাজার বেওয়ারিশ ও পোষ্য কুকুর রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পাঁচ দিনব্যাপী কর্মসূচি চলাকালে কুকুরকে টিকা এবং একই সঙ্গে শরীরে অস্থায়ী রং দেওয়া হবে, যাতে কোনো কুকুর ভ্যাকসিন প্রয়োগ থেকে বাদ না যায়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম জানান, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

সর্বশেষ খবর