শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিলেটে হোটেলে বসে বিএনপির নেতৃত্ব নির্ধারণ, কেন্দ্রের ‘না’

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর আহ্‌বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। তিন মাসের মধ্যে নিজেদের আওতাধীন সব শাখায় সম্মেলন করে জেলা বিএনপির সম্মেলন আয়োজনের দায়িত্ব ছিল আহ্‌বায়ক কমিটির। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওতাধীন শাখাগুলোতেই সম্মেলন শেষ করতে পারেনি সেই আহ্‌বায়ক কমিটি। এ ছাড়া সিলেট নগরের একটি হোটেলে বসে বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃত্বে যে আহ্‌বায়ক নির্ধারণ করা হয়েছিল, কেন্দ্রীয় বিএনপি তা নাকচ করে দিয়েছে বলে জানা গেছে। বিএনপিসূত্র জানিয়েছেন, গেল বছরের ২ অক্টোবর সিলেট জেলা বিএনপিতে ২৫ সদস্যবিশিষ্ট আহ্‌বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে ২৬ এপ্রিল মেয়াদ শেষ হয় বিএনপির এ ইউনিটের। আহ্‌বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজনের দায়িত্ব দেয় কেন্দ্র। এর মধ্যে সিলেটের ১৩ উপজেলা ও চার পৌরসভায় সম্মেলন করে কমিটি দিতেও বলা হয় আহ্‌বায়ক কমিটিকে। জানা গেছে, কামরুল হুদা জায়গীরদারের নেতৃত্বাধীন আহ্‌বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর সিলেট নগরের একটি হোটেলে তৃণমূল নেতাদের নিয়ে সভা করা হয়। জেলা বিএনপির আওতাধীন সব শাখার নেতৃবৃন্দকে নিয়ে ওই সভা করা হয়। সভায় তৃণমূল নেতাদের মতামত নেয় জেলা আহ্‌বায়ক কমিটি। পরে নগরের একটি হোটেলে ১৬ নভেম্বর আহ্‌বায়ক কমিটি বর্ধিত সভায় মিলিত হয়। ওই সভায় সিলেট জেলার ১৭ ইউনিটের আহ্‌বায়কের তালিকা নির্ধারণ করা হয়। পরে এ তালিকা পাঠানো হয় কেন্দ্রীয় বিএনপির কাছে। কিন্তু হোটেলে বসে করা এই নেতৃত্বে সায় দেয়নি কেন্দ্র।  এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষোভ প্রকাশ করে জেলার আহ্‌বায়ক কমিটির নেতাদের উপজেলা ও পৌরসভায় যেতে নির্দেশ দেন।

এরই পরিপ্রেক্ষিতে জেলা আহ্‌বায়ক কমিটির নেতারা এখন তৃণমূলে সাংগঠনিক সফরে ব্যস্ত রয়েছেন। বিএনপি নেতারা বলছেন, শিগগিরই জেলার ১৭ ইউনিটের আহ্‌বায়ক কমিটি দেওয়া হবে। এ নিয়েই তারা কাজ করছেন। এরপর জেলার সম্মেলন আয়োজন করা হবে। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির আহ্‌বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘আমরা এখন শাখাগুলো নিয়ে কাজ করছি। ১৭টির মধ্যে ১৬টি শাখায় বর্ধিত সভা করেছি। আগামী সপ্তাহের মধ্যে এসব শাখায় আহ্‌বায়ক কমিটি দেওয়ার বিষয়ে আমরা আশাবাদী। প্রতিটি শাখায় ২১ সদস্যবিশিষ্ট কমিটি হবে। তারা তাদের আওতাধীন সব শাখায় কমিটি দেওয়ার পর আমরা জেলার সম্মেলন করব।’

সর্বশেষ খবর