শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ২

মেরামত অযোগ্য যন্ত্রপাতিতে চলছে রোগ নির্ণয় ও চিকিৎসা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অতিপ্রয়োজনীয় মেগনেটিক রিজনেন্স ইমেজিং (এমআরআই) মেশিন রয়েছে একটি। তবে সেটি এখন নষ্ট। তিনটি ইসিজির মেশিনের দুটিই মেরামত অযোগ্য। আর সাতটি অ্যানেসথেসিয়া মেশিনের মধ্যে মেরামত অযোগ্য পাঁচটিই। সবেধন নীলমনি একটি অ্যাম্বুলেন্স। সেটি নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। তিনটি এক্স-রে মেশিনের সবগুলোই মেরামত অযোগ্য। মেরামত অযোগ্য যন্ত্রপাতি দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম সরকারি সেবাকেন্দ্র জেনারেল হাসপাতালে চিকিৎসা। ফলে হাসপাতালে আসা রোগীরা আশানুরূপ চিকিৎসাসেবা পাচ্ছেন না। ছোট ছোট রোগনির্ণয়ের জন্যও রোগীদের চট্টগ্রাম মেডিকেল বা বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় গরিব রোগীদের চরমভাবে বিপাকে পড়তে হয়। কোনো অপারেশন বা সার্জারির জন্য অপেক্ষা করতে হয় মাসের পর মাস। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘হাসপাতালের মেরামত যোগ্য এবং মেরামত অযোগ্য চিকিৎসা যন্ত্রপাতির ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত জানানো হয়। সর্বশেষ চিকিৎসা উপকরণের সার্বিক চিত্র তুলে ধরে ৩ জানুয়ারি একটি চিঠি দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘চিকিৎসা যন্ত্রপাতিগুলো অচল থাকায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

সর্বশেষ খবর