শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
উপাচার্য ১২ ঘণ্টা অবরুদ্ধ

বিক্ষোভের মুখে সিকৃবির নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্রলীগ ও কর্মচারী সংসদের সদস্যদের বিক্ষোভের মুখে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন শাখার কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনকারীরা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারসহ কর্মকর্তাদের প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ^বিদ্যালয় প্রশাসন কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত ও অন্য দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ^াস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার সিকৃবির বিভিন্ন শাখার কর্মচারী নিয়োগ পরীক্ষা ছিল। কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে সিকৃবির কর্মচারী সংসদ ও ছাত্রলীগ কয়েকদিন থেকে আন্দোলন করে আসছিল। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ফটক বন্ধ করে দিয়ে উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলেন। এ সময় অফিস থেকে বের হওয়া নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিও হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ^াস দেন তিনি। পরে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সর্বশেষ খবর