শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৪ বছর পর জবির প্রথম সমাবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রতিষ্ঠার দীর্ঘ ১৪ বছর পরে আজ জগন্নাথ বিশ^বিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধুপখোলা মাঠ) প্রায় ১৯ হাজার শিক্ষার্থী এ সমাবর্তনে অংশ নেবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমাবর্তন বক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও আশপাশে সাজ সাজ অবস্থা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন ১৮ হাজার ৩১৭ শিক্ষার্থী। এদের মধ্যে স্নাতকোত্তর ৪ হাজার ৮২৯ জন, স্নাতক ১১ হাজার ৮৭৭ জন, পিএইচডি ৬ জন, এমফিল ১১ জন ও ইভেনিং প্রোগ্রামের ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী রয়েছেন। সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, উপকমিটির কর্মকর্তারা সমাবর্তনের প্রস্তুতি সম্পন্ন করতে দিনভর কাজ করে যাচ্ছেন। আশা করছি সফল সমাবর্তন উপহার দিতে পারব।

সর্বশেষ খবর