শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যারা মুজিববর্ষ পালন করবে না, তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী না

----- এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ, স্বাধীনতা নিয়ে মতভেদ থাকতে পারে না। যারা মুজিববর্ষ পালন করবে না, তারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী নয়। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

 শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ উন্নয়নে বিশে^র রোল মডেল। প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ সমানতালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সচিব আনিছুর রহমান, যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিএম ইউসুফ আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আজিজুর রহমান।

সর্বশেষ খবর