শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বোটানিক্যাল গার্ডেন থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বোটানিক্যাল গার্ডেন থেকে কাশেম (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তদন্ত-সংশ্লিষ্টরা। গতকাল বিকাল সাড়ে ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাশেমের লাশ উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।  থানা পুলিশ সূত্র জানায়, কাশেম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুমকি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী শাহিনা বেগম ও ৩ সন্তানকে নিয়ে মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  এলাকায় থাকতেন। কাশেম আগে গাড়ি চালাতেন। কিন্তু পরিবারের সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখতেন না। শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ জানান, নাকের ওপরে ধারালো অস্ত্রের আঘাত ও লিঙ্গ কাটা অবস্থায় কাশেমের লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হতে পারে।

টঙ্গীর অপহৃত শিশু রাজধানীতে উদ্ধার : গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত আট বছর বয়সী এক শিশুকে রাজধানীর মহাখালী থেকে উদ্ধার করেছে র‌্যাব। শিশুটির নাম আশরাফুল। অপহরণে জড়িত চক্রের হোতা রানা মিয়াকে (৩০) গতকাল ভাটারার নদ্দা বাসস্ট্যান্ড-সংলগ্ন হারেজ গলি থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ জানায়, ৭ জানুয়ারি দুপুরে টঙ্গীর এরশাদনগর ২৫ নম্বর ব্লকের ১৭৭ নম্বর বাড়ি থেকে ওই শিশুকে অপহরণ করেন রানা মিয়া। পারিবারিক বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান শিশুটিকে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে শিশুর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করেন। অন্যথায় শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

সর্বশেষ খবর