সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্যাপক নিরাপত্তায় ভোট আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্যাপক নিরাপত্তায় ভোট আজ

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আজ। এ আসনের ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী আসনের সীমানানুযায়ী বোয়ালখালী উপজেলা ছাড়াও নগরীর ৫টি ওয়ার্ডও এ আসনের অন্তর্ভুক্ত। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শ্নিবার রাত ১২টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তামূলক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তিনি জানান, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর  ২ জন করে সদস্য কারিগরি সহযোগিতার জন্য থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ৪-৫ জন পুলিশ্ সদস্য ও ১১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপ নেতা বাপন দাশ্গুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক। এ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। জানা গেছে, শ্তভাগ ইভিএমে ভোটগ্রহণের জন্য আড়াই হাজার ভোটগ্রহণ কর্মকর্তা প্রস্তুত। ১৭০টি কেন্দ্রের ১১৯৬টি কক্ষে ভোটগ্রহণের জন্য গতকাল চট্টগ্রাম নির্বাচন অফিস থেকে ১২শ্ ইভিএম কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন র‌্যাব। এ ছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবির সঙ্গে মোবাইল টিমে থাকবেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান। উল্লেখ্য, একাদশ্ জাতীয় নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল মারা গেলে আসনটি শূন্য হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর