সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হজ ওমরায় থাকবে ফ্রি বৈদ্যুতিক গাড়ি

প্রাক-নিবন্ধন শুরু

মোস্তফা কাজল

শুরু হয়েছে চলতি বছরের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নাম প্রাক-নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল এ তথ্য জানানো হয়। এ ছাড়া মক্কা নগরীর পবিত্র কাবা শ্রিফ তাওয়াফ, সাফা-মারওয়া সাঈ করা ও জামারায় পাথর নিক্ষেপের সুবিধার্থে বিনা অর্থ ব্যয়ে নতুন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে সৌদি আরবের হারামাইন কর্তৃপক্ষ।  ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ জুলাই (৯ জিলহজ) চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন। এ সংখ্যা গেল বছরের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। ২০২০ সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহের জন্য ৩৪টি ব্যাংককে মনোনয়ন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া বয়োবৃদ্ধরা ও অক্ষমদের পবিত্র কাবা শ্রিফ তাওয়াফ ও সাফা-মারওয়া সাঈ করার সুবিধার্থে নতুন এক উদ্যোগ নিয়েছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ। তাদের জন্য প্রথমবারের মতো অত্যাধুনিক ফ্রি বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থাপনা সংযোজন করা হয়েছে। এতে বয়োবৃদ্ধ ও অক্ষমরা ওমরাহ ও হজ পালনে তাওয়াফ ও সাঈ ছাড়াও জামারায় পাথর নিক্ষেপে এ গাড়ি ব্যবহার করতে পারবেন। ফলে হজ ও ওমরা পালন করা সহজ হলো। উল্লেখ্য, ১৫টি স্পটে থাকবে এসব গাড়ি।

সর্বশেষ খবর