সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি দমনকারী নিজেই দুর্নীতিগ্রস্ত হবেন না

-দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমনকারী নিজেই দুর্নীতিগ্রস্ত হবেন না

দুর্নীতি দমনকারী নিজেই দুর্নীতিগ্রস্ত হবেন না। এতে দুর্নীতিবাজরা হাসবে। বলবে, দুর্নীতি দমনকারীদের আমরা ম্যানেজ করে চলি। এটা থেকে নিজেকে বাঁচাতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশ্নের (দুদক) কমিশ্নার ড. মো. মোজাম্মেল হক খান। শ্নিবার ডিএমপি মিডিয়া সেন্টারে দুদক ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশ্নাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দুদক কমিশ্নার বলেন, দুর্নীতি দমন একটি আন্দোলন। এই আন্দোলন সবাই মিলে করতে হয়। পুলিশ্ আমাদের পাশে থাকলে নিজেদের আরও শ্ক্তিশালী মনে হয়। এক সময় দুদককে নিয়ে মানুষ ব্যঙ্গ করত, সে অবস্থার পরিবর্তন হয়েছে। ইমেজ সংকট কাটিয়ে উঠেছে দুদক। যদি আপনাদের চোখের সামনে কেউ হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়, বুঝবেন এটা কোনো স্বাভাবিক কারণ নয়, এর পেছনে দুর্নীতি জড়িত। আমরা সেই দুর্নীতি মুছে ফেলতে চাই। তিনি আরও বলেন, তদন্তে ও কাজে পদ্ধতিগত কোনো ভুল করা যাবে না। এতে আমাদের কনভিকশ্ন বাড়বে ও দুদকের প্রতি মানুষের আস্থা বাড়বে। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এখনকার ছেলেমেয়েদের বিসিএসে বিশেষ কারণে বিশেষ ক্যাডারের প্রতি আগ্রহ বেশি। নির্দিষ্ট কয়েকটি ক্যাডারের দিকে সবাই তাকিয়ে থাকে। তবে সেগুলো ভালো উদ্দেশ্যে তারা পছন্দ করে না। আমরা মানুষের ভীতির কারণ না হয়ে প্রীতির কারণ হতে চাই। দুর্নীতির বিষয় পাঠ্যপুস্তকে থাকা উচিত। আমরা স্কুল-কলেজে যাচ্ছি। অ্যাসেম্বলিতে দুর্নীতি বিরোধী শ্পথ পড়ানো হচ্ছে। আমরা সবাই মুখে অনেক সুন্দর কথা বলি কিন্তু বাস্তবে তা করি না। আমাদের মনস্তাত্ত্বিক বিষয় এমন হয়েছে যে আমরা স্বাভাবিকভাবে কিছু চাই না। সবাই প্রথমে একলাফে বড়লোক ও অর্থশালী হতে চাই। মানুষ কেন যেন স্বাভাবিক ও সৎভাবে বাঁচতে চায় না। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে দুদকের অনেক লাভ হবে।

সর্বশেষ খবর