সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৭৫ একর রেলভূমি ছয় মাসে দখলমুক্ত

সংসদীয় কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, গত ছয় মাসে ১৭৫ দশমিক ২০ একর রেলভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। এ ছাড়া ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন ক্যাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম         ফজলে করিম  চৌধুরী। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খান, সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন। বৈঠকে রেল দুর্ঘটনা রোধে লোকোমোটিভ ইঞ্জিনে সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে রেলওয়ের জায়গায় তৈরি বাসস্থান বা স্থাপনা উচ্ছেদসহ যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

পানিসম্পদের শূন্য পদ : পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার শূন্য পদে বিদ্যমান নিয়োগ জটিলতা নিরসন করে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় অধীনস্থ সংস্থার বিদ্যমান জনবল কাঠামো ও শূন্য পদের তালিকা চেয়েছে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।

সর্বশেষ খবর